• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

‘মেগাস্টার’ নিয়ে যা বললেন জাহিদ হাসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১০:০৬ এএম
‘মেগাস্টার’ নিয়ে যা বললেন জাহিদ হাসান
জাহিদ হাসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

গত ঈদে ঢাকাই সিনেমায় আলোচনার কেন্দ্রে ‘তাণ্ডব’ বনাম ‘উৎসব’ ছবি দুটি। ‘তাণ্ডব’ সিনেমায় ছিলেন সুপারস্টার শাকিব খান আর ‘উৎসব’-এ অন্যতম মুখ জাহিদ হাসান। ঈদের প্রথম সপ্তাহে বেশি হল পেয়েছিল শাকিবের ছবি, কিন্তু দ্বিতীয় সপ্তাহে অনেক সিঙ্গেল স্ক্রিন দখলে নেয় ‘উৎসব’। এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে এসেছে ‘মেগাস্টার’ শব্দটি।

ছোট পর্দার প্রভাবশালী অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ ট্যাগ ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন। তার সোজাসাপ্টা বক্তব্য, ‘মেগাস্টার শব্দটা কানে লাগে।’

জাহিদ হাসান বলেন, ‘শাকিব খানকে আমরা শুধু অভিনেতা হিসেবে দেখি না। বলা হয়— মেগাস্টার শাকিব খান। অথচ বাকিদের বলা হয় চিত্রনায়ক। কেন এই ভেদাভেদ? সে তো একজন অভিনেতা, তাকে আগেই একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। এটা তার জন্য ভালো হচ্ছে না মন্দ, আমি জানি না। তবে শব্দটা আমার ভালো লাগে না।’

শুধু সমালোচনা নয়, জাহিদ হাসান তুলে ধরেন দর্শক-চাহিদার বাস্তব চিত্রও। বলেন, ‘‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে— ‘কোনো কিছু হওয়া বড় কথা না, হয়ে থাকাটা বড় ব্যাপার।’ আমরা দেখলাম, শাকিব খানের সিনেমা এত হল পেল, কিন্তু সেগুলো টিকে থাকল না। এই জায়গাটা বিবেচনার দাবি রাখে।’’

তবে তিনি চান, সব সিনেমাই দর্শকপ্রিয়তা পাক। বলেন, ‘তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র বা ইনসাফ— সবই আমাদের সিনেমা। প্রতিটা সিনেমা যেন ভালো চলে, সেইটাই কাম্য। সিনেমা ভালো হলেই দর্শক ফিরবে।’


২৬ বছরের ক্যারিয়ারে শাকিব খান বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। কেউ তাকে বলেন ‘নাম্বার ওয়ান’, কেউবা ‘মেগাস্টার’। তবে এই বিশেষণ নিয়ে রয়েছে ভিন্নমত। ঈদের সিনেমা ঘিরে সেই বিতর্ক এবার আরও উসকে দিলেন গুণী অভিনেতা জাহিদ হাসান।

Link copied!