• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

আত্মগোপনে থেকে ঋতুপর্ণাকে কবিতা লিখলেন ফেরদৌস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৫:১৩ পিএম
আত্মগোপনে থেকে ঋতুপর্ণাকে কবিতা লিখলেন ফেরদৌস
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন ধরেই আত্মগোপনে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী এমপি ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টাতে তার উপস্থিতি দেখা যায়নি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনসমক্ষে।

তবে আত্মগোপনে থেকেও বন্ধুত্বে ছেদ পড়েনি। কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস। সেই কবিতা শেয়ার করেই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা।

ঈদুল আজহার দিন, অর্থাৎ ৭ জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী-মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। 

এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ। “পুরাতন”র সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি, শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।’

বলা দরকার, ফেরদৌস-ঋতুপর্ণা জুটি শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দারুণ বন্ধুত্বের নিদর্শন রেখেছে। ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে যে বন্ধুত্বের সূচনা, তা এখনও অটুট। বাংলাদেশের শাবনূর, মৌসুমী, পপি কিংবা পূর্ণিমার সঙ্গে যেমন পর্দায় সফল জুটি গড়েছেন ফেরদৌস তেমনি পশ্চিমবঙ্গের পর্দায় ঋতুপর্ণার সঙ্গে তার রসায়ন ছিল অনন্য। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফেরদৌসকে অনেকেই হয়তো ভুলে গেলেও ঋতুপর্ণা প্রমাণ করলেন, বন্ধুত্বে ভিনদেশ বলে কিছু নেই।

Link copied!