টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী টানা সাফল্যে ভাসছেন। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এরপর তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-ও হইচই ফেলে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রথম দিনেই সিরিজটি দেখে ফেলেছেন হাজারো দর্শক। আবারও নিজেকে প্রমাণ করলেন এই গুণী অভিনেত্রী।
তবে শুধু ‘অনুসন্ধান’ নয়, চলতি বছর তাকে ‘গৃহপ্রবেশ’ ছবিতেও দেখা গেছে। বক্স অফিসে মোটামুটি ভালো সাড়া ফেলেছিল ‘ধুমকেতু’। কিন্তু নিজের ছবির বাইরে এমন কোন ছবি আছে, যার সাফল্যে দারুণ উচ্ছ্বসিত হতে দেখা গেল শুভশ্রীকে?
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘আমার ছবি ছাড়া আমি এই মুহূর্তে কোয়েলদের ছবি ‘স্বার্থপর’ সিনেমার সাফল্যে ভীষণ খুশি হয়েছি। এত সুন্দর একটা ছবি, কোয়েলদির অসাধারণ অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে।’
‘এমন একটা ছবির খুব দরকার ছিল। আমি ভীষণ গর্বিত কোয়েলদিকে নিয়ে। স্বার্থপর ছবির সাফল্য আরও পাঁচজন পরিচালক এবং প্রযোজককে এগিয়ে আসতে সাহস দিল।’
তার কথায়, ‘ইতোামধ্যেই অনেকেই হয়তো আগামী দিনে এমন ছবি তৈরি করার পরিকল্পনা করে ফেলেছেন। এই সমস্ত ছবি আমাদের সকলের জন্য ভীষণ গর্বের।’


































