• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘না করলে পাপ হবে’ এমন কিছু, আমি কেঁদে ফেলেছিলাম: রাশমিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৩:৩২ পিএম
‘না করলে পাপ হবে’ এমন কিছু, আমি কেঁদে ফেলেছিলাম: রাশমিকা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন তেলেগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির পরপরই দর্শক হৃদয় দখল করেছে। মাত্র দুই দিনেই ছবিটি ৩.৮ কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে জোয়ার তুলেছে।

প্রথম দিনে ছবিটির আয় ছিল ১.৩ কোটি রুপি, আর দ্বিতীয় দিনেই তা প্রায় দ্বিগুণ বেড়ে ২.৫ কোটি রুপি ছুঁয়েছে— এমন তথ্য জানিয়েছে বক্স অফিস ট্র্যাকার স্যাকনিলক। বিশ্লেষকরা বলছেন, রাশমিকার আবেগঘন অভিনয় ও মুখে মুখে প্রচারই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

দর্শক উপস্থিতির রেকর্ড

দ্বিতীয় দিনে থিয়েটারে দর্শক উপস্থিতি ছিল ৩০.৭৯ শতাংশ, যা ধীরে ধীরে দিনশেষে আরও বেড়েছে।

  • সকালের শোতে উপস্থিতি: ১৭.৩২%
  • দুপুরে: ৩৩.৪৪%
  • সন্ধ্যায়: ৩৩.৮৪%
  • আর রাতে পৌঁছায় সর্বোচ্চ ৩৮.৫৫%-এ।

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহান্তে এই প্রবণতা আরও বাড়বে।

ছবিটির এমন উষ্ণ সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়েছেন রাশমিকা মান্দানা নিজেও। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “যখন পরিচালক রাহুল আমাকে গল্পটি শুনিয়েছিলেন, আমি কেঁদে ফেলেছিলাম। গল্পে এমন কিছু মুহূর্ত ছিল যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।”

তিনি আরও জানান, “সেই দিন আমি দুটি জিনিস নিয়ে ফিরেছিলাম — একটি চিত্রনাট্য, যা না করলে নিজের প্রতি অন্যায় হতো, আর একজন আজীবনের বন্ধু।”

ছবিটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনেনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স এবং গীতা আর্টস।

রাশমিকার পাশাপাশি অভিনয় করেছেন ধীক্ষিত শেট্টি, অনু ইমানুয়েল, রাও রমেশ ও রোহিণী।

Link copied!