কন্যা সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেই সুদূর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বৃহস্পতিবার(৫ অক্টোবর) সিঁথি নিজেই মা হওয়ার খবর জানিয়েছেন।
মা হওয়ার আনন্দ প্রকাশ করে সিঁথি বলেন, “গত বছর তো প্রায় মারাই যাচ্ছিলাম। এ বছর যেন নতুন করে বেঁচে উঠলাম। বিধাতা আমাকে সন্তান দিয়ে নতুন জীবন দিয়েছেন। এখন আমি আর আমার সন্তান নিয়ে নতুন জীবন। আমি এখন অনেক সুখী।”
তিনি আরও জানান, গেল ১৯ সেপ্টেম্বর তার সন্তান পৃথিবীতে এসেছে। সন্তানের নামও রেখেছেন সামারা জয়ী। সন্তানকে নিয়ে আগামী নভেম্বরেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।