• ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২, ৩ রবিউল আউয়াল ১৪৪৬

গুঞ্জনের মধ্যে মিথিলার ‘ডক্টোরেট’ ডিগ্রির খবরে যে প্রতিক্রিয়া দেখালেন সৃজিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৪৮ এএম
গুঞ্জনের মধ্যে মিথিলার ‘ডক্টোরেট’ ডিগ্রির খবরে যে প্রতিক্রিয়া দেখালেন সৃজিত
মিথিলা-সৃজিত

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, মিথিলা ও সৃজিতের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে; একসঙ্গে কোথাও তাদের দেখা না মেলায় সেই গুঞ্জন আরও বেড়ে যায়। কিন্তু সে গুঞ্জনে এবার একরকম জল ঢাললেন সৃজিত মুখার্জি। কারণ, গত রোববার রাতে নিজের পড়াশোনার ক্যারিয়ার নিয়ে এক বড় সুসংবাদ দেন মিথিলা। 

জানান, পিএইচডি সম্পন্ন করেছেন তিনি; পেয়েছেন একটি নতুন পরিচয়ও- ‘ডক্টোরেট’ উপাধি। আর অভিনেত্রীর এই সাফল্যের প্রশংসা করেছেন সৃজিত।

সোমবার বিকেলে মিথিলার সেই পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করেন সৃজিত মুখার্জি। লিখেছেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ 

এর আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপন নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত। এমনকি ভারতীয় গণমাধ্যমেও আইরার অভিনয়ের প্রশংসা করেছিলেন তিনি।

এদিকে ভক্তদের একাংশের মনে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়ে নানা প্রশ্ন থাকলেও মিথিলাকে ঘিরে সৃজিতের সাম্প্রতিক প্রতিক্রিয়াগুলো সেই গুঞ্জনকে অনেকটাই থামিয়ে দিয়েছে। 

Link copied!