• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

‘কেজিএফ’ ভিলেন দীনেশ আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:১২ এএম
‘কেজিএফ’ ভিলেন দীনেশ আর নেই
দীনেশ ম্যাঙ্গালুরু

জনপ্রিয় অভিনেতা দীনেশ ম্যাঙ্গালুরু মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে কর্ণাটকের উদুপি জেলার কুন্ডাপুরায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ ১’ ও ‘কেজিএফ ২’-এ বোম্বে ডন চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন দীনেশ। 

পারিবারিক সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি।

মঙ্গলবার শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বেঙ্গালুরুর একটি শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

থিয়েটার থেকে চলচ্চিত্র জগতে উঠে এসেছিলেন দীনেশ। পর্দায় বেশির ভাগ সময়েই খলনায়কের ভূমিকায় বাজিমাত করেছেন। তাঁর অভিনীত শক্তিশালী পার্শ্বচরিত্র এবং চিত্তাকর্ষক ভিলেন চরিত্র ভক্তদের মন জয় করেছিল।

দীর্ঘ ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রিকি’, ‘উলিদাভারু কান্দান্থে’, ‘কেজিএফ’, ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘স্লাম বালা’, ‘দুর্গা’ প্রভৃতি। এ ছাড়া তিনি রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ‌উলিদাভারু কান্দান্তে, কিচ্চা ও কিরিক পার্টিতেও তার ভূমিকা স্মরণীয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!