অনলাইন ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে আটক দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারী থানা পুলিশ এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বাসক এ কারাদণ্ডাদেশ দেন।
এর আগে গতকাল সোমবার (২৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার এলাকায় দুটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইন জুয়ায় জড়িত থাকায় শিহাব মিয়া (২১) ও আলামিন (২৪) নামের দুই যুবককে আটক করা হয়।
তাদের কাছ থেকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, তিনটি কম্পিউটার ও একটি মনিটর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকাশ্য জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, “দণ্ডিত দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সবুজ কুমার বাসক বলেন, “অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে পুলিশ ও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।”