• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আবারও একসঙ্গে চঞ্চল-শাওন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০৬:৫৫ পিএম
আবারও একসঙ্গে চঞ্চল-শাওন

অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে গান গেয়ে সবাইকে চমকে দেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনও গান দিয়ে মন জয় করেছেন অনেকের। এবার তারা নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন আসছে ঈদে।

সম্প্রতি ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে গেয়েছেন চঞ্চল-শাওন। প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত এবং আজিজুর রহমানের নির্মিত রাজ্জাক ও অঞ্জনা অভিনীত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি। সে সময় সত্য সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্যই গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।”

শাওন এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে গণমাধ্যমকে বলেন, “এ গানটি আমরা সরাসরিই মিউজিক ভিডিও নির্মাণের সময়ই গেয়েছি।”

গানটি আসন্ন ঈদুল ফিতরের চাঁদ রাতে প্রকাশ করা হবে।

Link copied!