• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

রোববার শিল্পকলায় জয়া অভিনীত ‘ঝরা পালক’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৬:৫৮ পিএম
রোববার শিল্পকলায় জয়া অভিনীত ‘ঝরা পালক’

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে। ৯ দিনব্যাপী ৭১টি দেশের ২৫২টি সিনেমা চলবে বেশ কয়েকটি ভেন্যুতে।

তারই ধারাবাহিকতায় রোববার (১৫ জানুয়ারি) দুপুর ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রথমবারের মতো ঢাকার দর্শক দেখবে কলকাতার সিনেমা ‘ঝরা পালক’। সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান।

‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে ‘ঝরা পালক’ প্রদর্শীত হবে। এটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। কবি জীবনানন্দ দাশকে নিয়ে সিনেমাটিতে কবি-পত্নী লাবণ্য দাশের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।

২০১৭ সালের শেষ দিকে শুটিং শুরু হয়েছিল এই ছবির। নানা কারণে বার বার পিছিয়েছে ছবির মুক্তি। তার পরে করোনার কারণে সিনেমা হল পর্যন্ত পৌঁছাতে পারেনি ‘ঝরা পালক’। গেল বছর সিনেমাটি মুক্তি পায় কলকাতায়।

ছবির কেন্দ্রে কবি জীবনানন্দ দাশের জীবন কাহিনী। দুই বয়সের কবিকে পর্দা ফুটিয়ে তুলেছেন মন্ত্রী ব্রাত্য বসু এবং রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্তসহ একাধিক অভিনেতাকে।

ছবিতে কৌশিক সেনকে দেখা যাবে কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়, সুপ্রিয় দত্তকে দেখা যাবে কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে এবং দেবশঙ্কর হালদার অভিনয় করবেন কবি সজনীকান্ত দাশের ভূমিকায়।

Link copied!