• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ, ১৪৪৪

৫ বছর পর আলোর মুখ দেখল ‘জয়া ও শারমিন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৫:০০ পিএম
৫ বছর পর আলোর মুখ দেখল ‘জয়া ও শারমিন’
জয়া আহসান ও শারমিন। ছবি: ফেসবুক থেকে

প্রায় ৫ বছর পর আলোর মুখ দেখল নন্দিত অভিনেত্রী জায় আহসার অভিনীত সিনেমা ‘জয়া ও শারমিন’।

 করোনাকালীন সময়ে নির্মিত সিনেমাটি প্রায় ৫ বছর পর আলোর মুখ দেখল।

সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, মহাখালীর এসকেএস হল, ধানমন্ডির সীমান্ত সম্ভার এবং কেরানীগঞ্জের লায়নস সিনেমা হলে। মুক্তির প্রথম দিনে সিনেমাটি দেখতে দর্শকের সঙ্গে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় হাজির হয়েছিলেন জয়া আহসান ও তার টিম।

সিনেমা দেখা শেষে এক ফেসবুক পোস্টে জয়া আহসান লিখেন, ‘আজ সকাল থেকে জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করছেন এই ব্যাপারটা শিল্পী হিসাবে, জয়া আর শারমিনের একজন প্রযোজক হিসাবে আমার জন্য খুব খুব খুব আনন্দের। এমন ছোট ছোট গল্পগুলোই যে সবাইকে টানছে,  আমরা সবাই যা বলতে চেয়েছি তা শুনতে চাচ্ছে, সেটাই বড় প্রাপ্তি।

ছবির গল্পে দেখা যাবে একজন অভিনেত্রী, আরেকজন গৃহকর্মী। করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এই ছবির অনেকটা জুড়েই আছে তাদের রান্নার গল্প। এর আগে জয়া জানিয়েছিলেন, যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন।

জয়া আহসান আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। সে সময় শুটিং করা কতোটা কঠিন ছিল?

পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ সিনেমাইয় জয়া ছারা আরও অভিনয় করেছেন মহসিনা আক্তার, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান এবং জয়া আহসানের সি তে সিনেমা।

Link copied!