টলিউড পাড়ায় সবচেয়ে আলোচনার বিষয় এখন দেব-শুভশ্রী-রাজ চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধুমকেতু’ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে পুরো টলিপাড়ায়।
গত সোমবার (৪ আগস্ট) ধুমকেতুর ট্রেলার মঞ্চে দেব-শুভশ্রীর খুনসুটি, একসঙ্গে তাদের নাচ সবই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় চলছে 'দেশু' ঝড় (দেব ও শুভশ্রীর নামের সংক্ষিপ্ত রূপ)। তাদের ফের একসঙ্গে পর্দায় ফেরা যেমন চর্চায় এসেছে, তেমনই ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে ঘিরে মিমও।
তবে দেব-শুভশ্রীর সাবেক সম্পর্ক নিয়ে বর্তমান সঙ্গীরা যে যথেষ্ট পেশাদার এবং উদার মনোভাবাপন্ন, তা ফুটে উঠছে নিজেদের বক্তব্যে।
সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও দেব-জুটিকে নিয়ে সম্প্রতি রাজ সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। বাংলা যে কোনও ছবিকেই আমি সাপোর্ট করি। কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে অনেক স্টেক জড়িত থাকে।’
শুভশ্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে রাজ বলেন, ‘আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। ওকে এগিয়ে দিই। ভালোবাসি, এটা তো করতেই হবে। তাই এই ছবিটাকেও বেশি করে সাপোর্ট করব।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে রাজ-শুভশ্রীর বিয়ে হয়। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান ইউভান। ২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যা ইয়ালিনি।