• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

শাকিব-বুবলী সম্পর্কে যা বললেন চয়নিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৯:৫১ এএম
শাকিব-বুবলী সম্পর্কে যা বললেন চয়নিকা
ছবি : সংগৃহীত

শাকিব-বুবলীর সম্পর্ক নতুনভাবে ফিরে আসেনি, বরং এটি আরও বেশি শান্ত, পরিণত ও আপন হয়ে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার ভাষায়, কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না—ওটা হয় চিরস্থায়ী হয়ে ওঠা। ভালোবাসার মেলবন্ধন।

নিজের অনুভূতি তুলে ধরে এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি শাকিব, বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

চয়নিকা লিখেছেন, শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কী যে ভালো লাগল।

তিনি লেখেন, কিছু সম্পর্কের টান এমনই হয়—সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুইটা মুখ, কিন্তু গল্পটা সব সময়ই একটাই ছিল—তারা দুজনেই শেহজাদ খান বীরের মা ও বাবা। এটাই বড় সত্য আর সুন্দর।

ছেলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। লেখেন, শুভকামনা তোমাদের জন্য…স্পেশালি আমাদের বীরের জন্য। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত। তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহিনে।

শেষে নির্মাতা চয়নিকা চৌধুরী শাকিব খান ও বুবলী দুজনকেই ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে লেখেন, এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা। সদা থাকো আনন্দে, সংসারে, নির্ভয়ে।

আবার কি তাদের পথচলা শুরু!

চয়নিকার এমন স্ট্যাটাসে আবেগে ভেসেছেন বুবলী। তিনি কমেন্টবক্সে লিখেছেন, আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কীভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সব সময় দোয়া ও ভালোবাসা।

Link copied!