• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬
যুক্তরাষ্ট্র

সেনাঘাঁটিতে হামলা, ৫ সেনাসদস্য আহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১১:৩০ এএম
সেনাঘাঁটিতে হামলা, ৫ সেনাসদস্য আহত
হামলায় আহত সেনাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

এক বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটিতে পাঁচ সেনাসদস্য আহত হয়েছেন। হামলাকারীকে আটকের কথা জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়। এতে মার্কিন সামরিক বাহিনীর পাঁচ সদস্য আহত হওয়ার কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ।

স্থানীয় সামরিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। হামলার পর সেনাঘাঁটির কিছু অংশে লকডাউন দেওয়া হয়। হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জর্জিয়ার গভর্নর। এরই মধ্যে হামলার ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো হয়েছে।

Link copied!