• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

প্রিয়াঙ্কার রহস্যময় পোস্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১১:০৭ এএম
প্রিয়াঙ্কার রহস্যময় পোস্ট
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। শাহরুখ খান জাতীয় মঞ্চে সম্মানিত হওয়ার পর থেকেই একের পর এক রহস্যময় পোস্ট করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনিতে খুবই ভালো মানুষ। কিন্তু একবার অসম্মান করলেই আর কোনো আপস করেন না তিনি। 

প্রিয়াঙ্কার রহস্যময় পোস্টে উঠে এলো এমনই বার্তা। কেউ অসম্মান করলে তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দুবার ভাবেন না প্রিয়াঙ্কা। প্রায়ই নানা রকমের অনুপ্রেরণামূলক উক্তি ভাগ করে নেন অভিনেত্রী। তেমনই একটি উক্তি সম্প্রতি নিজের সমাজমাধ্যমে ভাগ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে লেখা- সাধারণত আমি খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটি বন্ধু। 

এই উক্তি ভাগ করে নিয়ে প্রিয়াঙ্কা নিজে লিখেছেন, আর কেউ এই উক্তির সঙ্গে নিজের জীবনের কোনো মিল খুঁজে পাচ্ছেন? শাহরুখ সম্মানিত হওয়ার পরের দিনই প্রিয়াঙ্কা একটি উক্তি ভাগ করে নেন। সেখানে লেখা ছিল- গোবেচারা হওয়ার চেয়ে বেয়াদব হওয়া ভালো। এই পোস্টের সঙ্গে একটি গ্রাফিক ছবি ভাগ করে নেন তিনি এবং সেই ছবির সঙ্গে নেটাগরিক রেখার মিলও খুঁজে পান।

Link copied!