• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

আবার কি তাদের পথচলা শুরু!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১২:২৯ পিএম
আবার কি তাদের পথচলা শুরু!
বুবলী ও শাকিব। ছবি : সংগৃহীত

নিউইয়র্কে শাকিব-বুবলী এক হবেন না বলেও এক হলেন! শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পরেই খবর পাওয়া গিয়েছিল বুবলী সেখানে যাচ্ছেন। ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য শাকিবের আহ্বানে বুবলী নিউইয়র্ক যাচ্ছেন। তবে কবে যাচ্ছেন বা যাবেন, সে তথ্য উভয়ই গোপন রাখেন।  

তবে গোপনীয়তা ভেদ করে জানা গেল বুবলী নিউইয়র্কে চলে গেছেন।

সেখানে শাকিবের সঙ্গে ছেলেকে পার্কে ঘুরছেন বুবলী। বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

রোববার সন্ধ্যায় শাকিব খানের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বুবলী, ছবিতে তাঁদের সন্তান শেহজাদকেও দেখা গেছে

তাদের পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেল্ট আইল্যান্ড বেছে নেন।


এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর চিত্রনায়িকা বুবলী তার ফেসবুক হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন।

বুবলীকে কী দেখাচ্ছেন শাকিব খান, দুজনের অন্তরঙ্গ মুহূর্তটি কে ক্যামেরায় ধরেছেন? পুত্র শেহজাদ, নাকি অন্য কেউ?

 

যেখানে দেখা যায় শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে তিনি বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন। আর এই ছবই প্রকাশের পরপরই ফের প্রশ্ন উঠেছে তবে কি শাকিব-বুবলী এক হচ্ছেন?  

নানা সময়েই শাকিব খান বলেছিলেন, অপু বিশ্বাস ও বুবলী তার কাছে অতীত। সেই অতীতকেই বর্তমান করলেন শাকিব খান। তা-ও দেশের মাটিতে নয়, নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে দেখা গেল তাদের। তাহলে কি নতুন করে আবার পথচলা শুরু হলো, না অন্য কিছু, সময় তা বলে দেবে। 

তিনজনের চোখেই রোদচশমা। ছবি দেখেই বোঝা যাচ্ছে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তাঁরা

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

Link copied!