পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিম তার রূপ, গ্ল্যামার ও অভিনয় দক্ষতায় অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন অভিনয় নয়, এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে।
সম্প্রতি জনপ্রিয় সঞ্চালক নিদা ইয়াসিরের উপস্থাপিত এক টকশোতে অতিথি হয়ে আসেন দুরেফিশান। সেখানেই এক মজার ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি অকপটে বলেন, “আমি একবার একটি বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি এত সুন্দর ও নরম ছিল যে, নিতে নিজেকে আটকাতে পারিনি।”
তার এই মন্তব্যে উপস্থিত অতিথি মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির বিস্মিত হয়ে পড়েন। মিকাল রসিকতার ছলে জিজ্ঞেস করেন, “এটা করতে আপনার লজ্জা লাগেনি?”
জবাবে দুরেফিশান হাসিমুখে বলেন, “আমি ভেবেছিলাম, আল্লাহ হয়তো আমাকে শাস্তি দেবেন না, কারণ আমি তো নামাজের জন্যই এটি নিয়েছি।”
তখন মিকাল পাল্টা মজা করে বলেন, “তাহলে মসজিদের বাইরে যারা জুতা চুরি করে, তাদেরও ক্ষমা করা উচিত!”
এই সংলাপে স্টুডিও জুড়ে হাসির রোল পড়ে যায়। সাক্ষাৎকারটির ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।



































