রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় মেট্রোরেল চলাচল ব্যাহত হচ্ছে। রোববার দুপুর সাড়ে ১২টায় ওই দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। আড়াই ঘণ্টা পর বেলা তিনটায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। আর পৌনে সাত ঘণ্টা পর সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে। সেটির নিচে চাপা পড়ে প্রাণ হারান আবুল কালাম নামের এক যুবক। আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন। মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।
এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।
রাতভর চলেছে ফার্মগেট স্টেশনের কাছে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড প্রতিস্থাপন ও মেরামতের কাজ। তবে মেরামতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে রাখা হয়েছে বিকল্প পরিকল্পনা।
সরেজমিনে দেখা যায়, রাত ১২টার দিকে ডিএমটিসিএলের কারিগরি টিম তিনটি মেইন লিফট গাড়ি নিয়ে পিলারটির মেরামত কাজ করছে। এ ছাড়া একটি মেইন লিফট নিয়ে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত পিলারের বিয়ারিংগুলো যাচাই করে।
কর্তৃপক্ষ থেকে জানানো হয়, মেরামত কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে। রাখা হয়েছে বিকল্প পরিকল্পনা। সে ক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও ও মতিঝিল থেকে কারওয়ান বাজার চলতে পারে মেট্রোরেল।
































