ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও আলোচনায়—তবে এবার কোনো বিতর্কে নয়, বরং তার ছেলের প্রেমিকা তথা হবু পুত্রবধূর সঙ্গে হৃদয়ছোঁয়া সম্পর্কের কারণে।
সম্প্রতি শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক ছোট্ট উদযাপন। সেখানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী নিজেও। জন্মদিনে হবু পুত্রবধূকে তিনি শুধু শুভেচ্ছাই জানাননি, বরং গালে চুমু খাইয়ে কেকও খাওয়ান। মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায়, আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
অভিমন্যু ও দামিনীর সম্পর্ক বহুদিনের। শুরু থেকেই ছেলের এই প্রেমকে সমর্থন জানিয়েছেন শ্রাবন্তী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক ‘শাশুড়ি-বৌমা’র প্রচলিত ছাঁচে নয়—বরং অনেকটা বোনের মতো।
শ্রাবন্তীর বয়স যেখানে ৩৭, সেখানে দামিনীর বয়স মাত্র ২৭। অর্থাৎ তাদের মধ্যে বয়সের পার্থক্য মাত্র দশ বছর। মজার ব্যাপার হলো, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়েও বয়সে কিছুটা বড়।
ছেলে অভিমন্যুর সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা শ্রাবন্তী বলেন, “অভিমন্যু আমার সবচেয়ে ভালো বন্ধু, আবার সবচেয়ে বড় সমালোচকও।”
অন্যদিকে, গত দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তীর নতুন ছবি ‘দেবী চৌধুরানী’ ইতিমধ্যেই ব্যবসায়িকভাবে সফল হয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

































