• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলকদ, ১৪৪৪

অস্ত্রোপচার শেষে কেমন আছেন মিশা সওদাগর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৫:৪৯ পিএম
অস্ত্রোপচার শেষে কেমন আছেন মিশা সওদাগর
হাসপাতালের বিছানায় মিশা সওদাগর। ছবি: ফেসবুক থেকে

অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। বৃহস্পতিবার (১৫ মে) রাতে ফেসবুক পোস্টে হাসপাতাল থেকে বাসায় ফেরার খবর জানান জনপ্রিয় এই অভিনেতা।

মিশা সওদাগর লেখেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি।”

সকলকে কৃতজ্ঞতা জানিয়ে মিশা সওদাগর লেখেন, “আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে। আমার সমিতিকে। আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশের সবাইকে।”

২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমার শুটিং করতে গিয়ে এক দুর্ঘটনায় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় মিশা সওদাগরের। সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি আবারো সেই একই জায়গায় আঘাত পান। চিকিৎসকের পরামর্শে হাঁটুর অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা। গতকাল সকালে যুক্তরাষ্ট্রে ডালাসের একটি হাসপাতালে তার ডান পায়ের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এদিকে, মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, মিশা সওদাগর ‘মব লিঞ্চিং’-এর শিকার হয়েছেন এবং রাস্তায় তাকে মারধর করা হয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। সূত্রটি বলেন, “মিশা ভাই ভালো আছেন, ভিডিওটি ভিত্তিহীন। সবাইকে অনুরোধ করছি, অপ্রমাণিত ও বিভ্রান্তিকর কোনো পোস্ট বিশ্বাস করবেন না।”

Link copied!