• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭
অ্যাটলিকে প্রশংসায় ভাসালেন রণবীর সিং

‘তিনি অন্য মাপের কিছু একটা তৈরি করছেন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৪:১০ পিএম
‘তিনি অন্য মাপের কিছু একটা তৈরি করছেন’

দক্ষিণী ছবির প্রতি বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের মুগ্ধতা নতুন কিছু নয়। এর আগেও তিনি অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে আবারও দক্ষিণি সিনেমার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ পেল। সেই অনুষ্ঠানেই বলিউড মাতিয়ে দেওয়া পরিচালক অ্যাটলিকে প্রশংসায় ভাসালেন এ অভিনেতা।

‘জাওয়ান’ সিনেমার হাত ধরে অ্যাটলি এখন প্রতিটি মানুষের কাছে পছন্দের একজন পরিচালক। রণবীর জানান, তিনি নিজে অ্যাটলিকে তার ‘মার্শাল’ ছবিটি মুক্তির পরই বলেছিলেন, ‘আমি আপনার সিনেমা ভীষণ ভালোবাসি। আপনার মুম্বাইতে এসে ছবি বানানো উচিত। আমি আপনার ছবিতে অভিনয় করতেও চাই।’

রণবীর আরও বলেন, ‘এটা তখনকার কথা, যখন আমি নিজে তার ছবিতে অভিনয় করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলাম। তিনি আমার খুব পছন্দের একজন পরিচালক ও বন্ধু।’

বর্তমানে রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন অ্যাটলি পরিচালিত একটি ছবিতে কাজ করছেন। সেই সূত্রেই পরিচালকের নতুন ছবির শুটিং সেটে গিয়েছিলেন রণবীর। আর সেখানে গিয়েই তিনি অ্যাটলির নির্মাণশৈলীতে মুগ্ধ হন।

মুগ্ধতা প্রকাশ করে রণবীর সিং বলেন, ‘আমার স্ত্রী তার ছবিতে অভিনয় করছেন। সেই সুবাদে আমি যখন দীপিকার সঙ্গে দেখা করতে গিয়েছি, তখন তার নতুন ছবির সেটে গিয়ে বুঝেছি। তিনি অন্য মাপের কিছু একটা তৈরি করছেন। বলতে পারি তিনি যা বানাচ্ছেন তা এদেশে কেউ কখনো করেননি। আক্ষরিক অর্থে তিনি হলেন মশালা ছবির রাজা।’

তবে আপাতত পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে না হলেও অ্যাটলির একটি বিজ্ঞাপনী ছবিতে দেখা যাবে রণবীর সিংকে। সেই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন শ্রীলীলা ও ববি দেওলের সঙ্গে। জানা গেছে, এই বিজ্ঞাপনী ছবির নির্ধারিত বাজেট নাকি দেড়শো কোটি টাকা। পূর্ণ দৈর্ঘ্যের ছবি না হলেও এর শুটিংয়ে কোনো ধরনের খামতি থাকবে না।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!