• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

মারা গেলেন ‘মেঘের অনেক রং’ সিনেমার পরিচালক হারুনুর রশিদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৯:২১ এএম
মারা গেলেন ‘মেঘের অনেক রং’ সিনেমার পরিচালক হারুনুর রশিদ
পরিচালক হারুনুর রশিদ । ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন সিনেমা ‘মেঘের অনেক রং’-এর পরিচালক হারুনুর রশিদ মারা গেলেন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় না ফেরার দেশে চলে গেছেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ডেপুটি সেক্রেটারি জেনারেল কবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই হারুনুর ভাই অসুস্থ ছিলেন। ব্রেইন স্ট্রোক করে ৬ জানুয়ারি রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। ডাক্তার বলেছিলেন ধীরে ধীরে সেরে উঠবেন তিনি। তবে তার শেষ রক্ষা হলো না আর। সবাইকে রেখে চিরবিদায় নিলেন।’

তিনি আরও বলেন, “বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

হারুনুর রশিদ ‘মেঘের অনেক রং’ ছাড়াও পরিচালনা করেছেন ‘গুনাইবিবি’। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ‘সুয়োরানী দুয়োরানী’, ‘কাঞ্চনমালা’ ও ‘রূপবান’ সিনেমায়। তিনি ১৯৭৬ সালে ‘মেঘের অনেক রং’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

‘মেঘের অনেক রং’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

মেঘের অনেক রং বাংলাদেশের দ্বিতীয় রঙ্গীন চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র।

Link copied!