• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

২০ কেজি ওজন কমিয়ে ফিট সোনম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৭:২০ পিএম
২০ কেজি ওজন কমিয়ে ফিট সোনম
সোনম কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড তারকা সোনম কাপুর সিনেমায় নেই বেশ কিছুদিন। কারণ সন্তান জন্মের পর ওজন বেড়ে গেছে তার।গিয়েছিল সোনমের। তাই ফিট হতে ২০ কেজি ওজন ঝরিয়েছেন। সন্তান জন্মের পর নিজের মন এবং শরীরের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন।

পোস্টে সোনম লিখেছেন, ‘কী দারুণ… ২০ কেজি কমেছে… আরও ৬ কমাতে হবে’। সাথে জুড়ে দিয়েছেন নিজের ফিট শরীরের একটি মিরর ভিডিও।

পোস্টে সোনম আরও লিখেছেন, ‘নিজেকে খুঁজে পেতে আমার ১৬ মাস সময় লেগেছে। ধীরে ধীরে কোনো ক্রাশ ডায়েট এবং কঠিন ওয়ার্কআউট ছাড়াই নিজের এবং সন্তানের যত্ন নিয়ে এই পর্যায়ে এসেছি। এখনও পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও প্রায় পৌঁছে গেছি। নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ, এটি কী যে দারুণ।’

সোনম কাপুরকে শেষ দেখা গেছে ওটিটির ‘ব্লাইন্ড’ ছবিতে। আবার কাজে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।
২০১৮ সালে ব্যবসায়ী এবং প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেছিলেন সোনম। ২০২২ সালের ২০ আগস্টে তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!