• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মুকুট পরলেন এরিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১২:৫৩ পিএম
‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মুকুট পরলেন এরিকা
এরিকা রবিন। ছবি: সংগৃহীত

পাকিস্তানি মডেল এরিকা রবিন প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন। মালদ্বীপের রা অ্যাটলের ব্রেনিয়া রিসোর্টে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ নির্বাচনের জন্য প্রথমে ২০০ জন আবেদনকারীর মধ্য থেকে পাঁচজন প্রতিযোগীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছিল। চার ফাইনালিস্ট এরিকা রবিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন- ২৪ বছর বয়সী হিরা ইনাম, ২৮ বছর বয়সী জেসিকা উইলসন, ১৯ বছর বয়সী মালেকা আলভি ও ২৬ বছর বয়সী সাবরিনা ওয়াসিম।

এদিকে মকুট বিজয়ের পর এরিকা রবিন তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেন, ‘প্রথম মিস ইউনিভার্স পাকিস্তান বিজয়ী হয়ে সম্মানিত বোধ করছি। আমাদের সুন্দর সংস্কৃতি রয়েছে, যা মিডিয়া কখনো সামনে আনে না। পাকিস্তানের মানুষ খুবই উদার, দয়ালু ও অতিথিপরায়ন।’ এসময় পাকিস্তানে ঘুরতে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানান তিনি।

২০২০ সালের জানুয়ারিতে প্রথম পেশাদার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন এরিকা। এদিকে দ্য প্রিন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মালদ্বীপের একটি রিসর্টে করাচি-ভিত্তিক প্রতিযোগী এরিকা রবিনের মাথায় মুকুট পরার পর পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার মৌলবাদের ক্ষোভ উগরে দিয়েছে। এছাড়াও মিস ইউনিভার্স পাকিস্তানের জন্য সরকার অনুমতি দেয়নি। প্রধানমন্ত্রী পররাষ্ট্র দপ্তরকে বিষয়টি দেখার জন্য বলেছেন। কারণ এর আয়োজনকারী সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক। এসব মিলে মিস ইউনিভার্স পাকিস্তান খেতাব জয়ের কারণে এরিকা দেশটির কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে।  

Link copied!