• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৪:৪১ পিএম
চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন মারা গেছেন

বিশ্বজুড়ে কোটি ভক্তের মনে আজও প্রানবন্ত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন। হলিউড চলচ্চিত্র শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর মারা যান এই কিংবদন্তি। এবার এই বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন মারা গেছেন। ৭৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। গত ১৩ জুলাই প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে।

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, ক্যালিফের সান্টা মনিকাতে ১৯৪৯ সালের ২৮ মার্চ জন্ম নেন জোসেফিন। চ্যাপলিন এবং তার চতুর্থ স্ত্রী উনি ওনিল আট সন্তানের জন্ম দিয়েছিলেন। তাদের মধ্যে তৃতীয় ছিলেন জোসিফিন। পিয়ের পাওলো পাসোলিনির ‘দ্য ক্যান্টারবারি টেলস’, রিচার্ড বালদুচ্চির ‘লু দিওর দে ফুভা’র মতো কালজয়ী চলচ্চিত্রে কাজ করেছেন জোসিফিন।

জানা যায়, খুব কম বয়সেই তিনি অভিনয় জগতে পা রাখেন। শিশুশিল্পী হিসেবে তিনি ১৯৫২ সালে লাইমলাইট চলচ্চিত্রে কাজ করেন। এটি তার বাবারই প্রজেক্ট ছিল। গুণী বাবার মতো অভিনয়কেই তিনি তার পেশা বানিয়েছিলেন। কাজ করেছিলেন একাধিক চলচ্চিত্রে।

 

Link copied!