• ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

সেলিব্রিটি ক্রিকেট লিগ: চ্যাম্পিয়ন হলেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৩:০৬ পিএম
সেলিব্রিটি ক্রিকেট লিগ: চ্যাম্পিয়ন হলেন যারা
ছবি: সংগৃহীত

সেলিব্রিটি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হলো নায়ক সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর দল গিগাবাইট টাইটানস। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় ফাইনাল ম্যাচ। যা শেষ হয় রাত ১০টায়।

প্রতিপক্ষ স্বপ্নধরা স্পারটান্সের ১৩৮ রানের টার্গেটে মাঠে নেমে খেলা শেষে ৯ উইকেটে জয়ী হয় গিগাবাইট টাইটানস। দলটিতে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবীন চৌধুরী প্রমুখ। আর এ দলের মেন্টর ছিলেন পরিচালক মোস্তফা কামাল রাজ।

এদিন পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেন, নাসিরসহ একঝাঁক তারকাশিল্পী।

টি-২০ ফরম্যাটে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছিল।
দলগুলো হচ্ছে- গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস। এর আগে গত ৫ মে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Link copied!