• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

৭ মার্চে বিটিভির অনুষ্ঠানমালা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০৬:৩৭ পিএম
৭ মার্চে বিটিভির অনুষ্ঠানমালা

রাত পেরুলে ৭ মার্চ। ১৯৭১ সালের এ দিনে বাঙালি জেগে উঠেছিল বঙ্গবন্ধুর ডাকে। সেই জেগে ওঠা থেকে লড়াইয়ের প্রস্তুতি। পথ পরিক্রমায় আমরা পাই এক নদী রক্ত পেরিয়ে নতুন স্বাধীন দেশ।

২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশেষ আয়োজনে থাকছে বিটিভির অনুষ্ঠানমালায়। এতে রয়েছে ‘মার্চের উত্তাল দিনগুলি’, বঙ্গবন্ধুকে নিবেদিত গান ও ৭ মার্চের ভাষণ, বীরাঙ্গনার সাতকাহন, বিশেষ আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের আয়োজন। 

অনুষ্ঠানমালায় আরও থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, শিশুতোষ অনুষ্ঠান ‘মহাকালের অমরকাব্য’, বিশেষ অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়া থেকে সোহরাওয়ার্দী উদ্যান’, ভাষণের ওপর বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘প্রতিধ্বনি’।

Link copied!