প্রবাসী বাংলাদেশিদের জন্য আরেকটি দারুণ সুখবর। শাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘বরবাদ এক্সটেন্ডেড ভার্সন’ এবার মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। যেখানে আর কিছু এক্সট্রা দৃষ্য থাকবে এবং এই আন্তর্জাতিক রিলিজের পরিবেশনার দায়িত্বে রয়েছে জেটিজি এন্টারপ্রাইজ, যা ইতোমধ্যেই মালয়েশিয়ার বাংলা কমিউনিটিতে বিনোদনের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রেখে চলেছে এর আগে তুফান,দরদও সেখানে রিলিজ করে জেটিজি এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রাসেল বলেন, “প্রবাসী বাংলাদেশিদের একটু বিনোদনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা সব সময় চেস্টা করি আমরা চাই প্রবাসে থেকেও সবাই নিজেদের মাটির গন্ধ অনুভব করুক। বরবাদ আসছে পুরো মালয়েশিয়জুড়ে যেখানে অনেক গুলো দৃশ্য থাকবে যা কেউ আগে দেখেনি।
জেটিজি এন্টারপ্রাইজের হেড অফ মার্কেটিং অর্নীল হাসান রাব্বি জানান,
“মালয়েশিয়ার প্রধান শহরগুলোতে চলচ্চিত্রটির প্রদর্শনী নিশ্চিত করতে আমরা স্থানীয় সিনেপ্লেক্সগুলোর সঙ্গে কাজ করছি।
এছাড়াও, সোশ্যাল মিডিয়া, বাংলাদেশি কমিউনিটি সংগঠন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় প্রচার চালানো হবে।যেহেতু এটা এক্সটেন্ডেড ভার্সন এমন কিছু সিকুয়েন্স থাকবে যা কেউ আগে দেখেনি এবং এখানে ভাওলেন্স সিন গুলোতে কোন ব্লার থাকবে না। সবাই বরবাদ খুব উপভোগ করবে।
এক্সটেন্ডেড ভার্সনে থাকছে কিছু নতুন দৃশ্য, উন্নত সম্পাদনা এবং দর্শকের আবেগ আরও গভীরভাবে ছুঁয়ে যাওয়ার মতো সংলাপ ও দৃশ্যপট।
মালয়েশিয়ায় রিলিজের তারিখ, স্থান ও টিকিট সংক্রান্ত সকল আপডেট জানতে চোখ রাখুন জেটিজি এন্টারপ্রাইজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে।
যোগাযোগ:
অর্ণিল হাসান রাব্বি
হেড অব মার্কেটিং
জেটিজি এন্টারপ্রাইস
মোবাইল 01677359625