• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্লাস্টিক সার্জারি করিয়ে প্রাণ হারালেন আর্জেন্টাইন মডেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ১২:২০ পিএম
প্লাস্টিক সার্জারি করিয়ে প্রাণ হারালেন আর্জেন্টাইন মডেল
সিলভিনা লুনা। ছবি: সংগৃহীত

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক সিলভিনা লুনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন লুনা। তার জেরেই শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় তার। এরমধ্যে কিডনির সমস্যা মারাত্নক আকার ধারণ করে। তার দুটি কিডনিই হয়ে যায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন লুনা। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ২০১৫ সালে কিডনিতে পাথর জমার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিলভিনা। তখন চিকিৎসকেরা বলেছিলেন, তার কিডনির অবস্থা ভালো নয়। হাইপারক্যালশিমিয়া অর্থাৎ শরীরে ক্যালশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই তার কিডনিতে সমস্যা শুরু হয়েছিল।

এদিকে লুনার এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Link copied!