• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২, ৫ রবিউল আউয়াল ১৪৪৬

তানজিন তিশাকে কোলে তুলে নেন, এরপর যা হলো তৌসিফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১২:৫৯ পিএম
তানজিন তিশাকে কোলে তুলে নেন, এরপর যা হলো তৌসিফের
তানজিন তিশা ও তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। একসঙ্গে তারা বহু নাটকে অভিনয় করেছেন। দুজনের জুটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তিশার সঙ্গে কাজের যেমন সুন্দর মুহূর্ত আছে তৌসিফের, তেমনি আছে এক ভয়ংকর অভিজ্ঞতাও।

শুটিংয়ে একবার তিশাকে কোলে নিয়ে নিজের হাড় ভেঙে ফেলেছিলেন তৌসিফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা প্রকাশ করেন অভিনেতা।
তৌসিফ বলেন, ‘ও আমার বন্ধু, এ জন্যই বলতেই পারি। তবে সরি! তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।

নব দম্পতি তৌসিফ-তিশা

২০২২ সালের ১৬ ডিসেম্বরের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের একটি শুটিংয়ের দৃশ্যের সময় এই ঘটনা ঘটে। তৌসিফ বলেন, ‘নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম, আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।’

অভিনেতা জানান, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল।


বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে সম্পূর্ণ ওজনই নিতে হয়েছিল তাকে। আর এ কারণেই ঘটে বিপত্তি। তৌসিফের কথায়, ‘পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাঁ হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।’
তৌসিফ মজা করে আরও যোগ করেন, ‘তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকার ছিল—ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।’

ঝগড়া ভুলে গেছেন তৌসিফ ও তানজিন তিশা – cinemawalanews24

তৌসিফের অকপট স্বীকারোক্তি নিয়ে ভক্তরাও মজার মজার মন্তব্য করেছেন। কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ মজার ছলে বলছেন—“বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”

সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তৌসিফের ‘খোয়াবনামা।’ ভিকি জাহেদের নতুন এই নাটকটির পোস্টার মুক্তির পর থেকেই শোরগোল পড়ে যায়। ‘খোয়াবনামা’ নাটকে তৌসিফের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, এ কে আজাদ সেতু প্রমুখ।

Link copied!