রাজধানীর প্রতিদিন বাড়ছে যানজট। ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি কেউ কেউ সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় জীবনও হারাচ্ছেন। নগরবাসীর বড় একটি অংশের ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশাই যানজটের মূল কারণ।
বিষয়টি নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—“মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”
তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “রিকশা না চললে আমরা চলব কীভাবে?” আরেকজন মন্তব্য করেছেন, “গরিবের পেটে লাথি কেন?”

আরও একজন দীর্ঘ মন্তব্যে বলেন, “ছোট থেকে এই রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো তাই ভাব বাড়ছে। অনেকেই বিভিন্ন কাজে যায়, তারা কীভাবে যাবে? রিকশা বন্ধ হলে যারা রিকশা চালায় তারা কি করে খাবে? নিজের আগের অবস্থার কথা ভাবুন, অন্যদের ভালোবাসতে শিখুন কাজে লাগবে। নিচু মন-মানসিকতা বাদ দেন।”
তবে সবাই যে বিরোধিতা করেছেন তা নয়। অনেকেই চমকের সঙ্গে একমত হয়ে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, “এটা ভালো উদ্যোগ।” আরেকজন লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন, আমাদের সবার উচিত ট্যাক্স বন্ধ করে দেওয়া।” আরও একজনের মন্তব্য— “সঠিক সিদ্ধান্ত, আমিও আর ট্যাক্স দেব না।”


































