• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের কাছে হারলেন রশিদ খানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১১:৩৮ এএম
পাকিস্তানের কাছে হারলেন রশিদ খানরা
ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। শারজায় এ ম্যাচে ইনিংসের মাঝামাঝি ব্যাটিং ধসের মুখে পড়েন আফগানরা। মাত্র ৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় দলটি। সে ধাক্কা আর সামলে উঠতে পারেননি রশিদ খানরা। পাকিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত আফগানিস্তান গুটিয়ে গেছে ১৪৩ রানে। তাতে ৩৯ রানের বড় জয়ে সিরিজ শুরু করেছে পাকিস্তান।

আফগানিস্তানের ব্যাটিং ধসের শুরুটা ইনিংসের ১২তম ওভারে। ১১ ওভার শেষে আফগানদের স্কোরবোর্ডে ২ উইকেটে ৯৩ রান। জয়ের জন্য শেষ ৯ ওভারে আফগানিস্তানের দরকার ৯৩ রান। উইকেটে দুই সেট ব্যাটসম্যান সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলি। আতাল ১৬ বলে ২৩ রানে ও রাসুলি ১২ বলে ২১ রানে ব্যাটিং করছিলেন। হাতে ৮ উইকেট থাকায় ম্যাচে ভালোভাবেই টিকে ছিল আফগানিস্তান।

কিন্তু ইনিংসের ১২তম ওভারে সব হিসাব-নিকাশ বদলে দেন হারিস রউফ। ওভারে তৃতীয় বলে আতালকে (২৩) ড্রেসিংরুমে ফেরানোর পর ওভারের শেষ বলে করিম জানাতকে (০) আউট করেন পাকিস্তানি পেসার।

পরের ওভারের প্রথম বলেই আরেক সেট ব্যাটসম্যান রাসুলিকে (২১) নিজের বলে ক্যাচে পরিণত করেন সুফিয়ান মুকিম। ১৪তম ওভারে মোহাম্মদ নেওয়াজের বলে এগিয়ে গিয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়েছেন আজমতউল্লাহ (০)। পরের ওভারে বোলিংয়ে ফিরে মোহাম্মদ নবীকে ড্রেসিংরুমের পথ ধরান মুকিম।

মুহূর্তেই আফগানিস্তানের স্কোরবোর্ড ২ উইকেটে ৯৩ রান থেকে ৭ উইকেটে ৯৭ রানে রূপ নেয়। মাত্র ১৭ বলের এ ভয়াবহ বিপর্যয়ে ৫ উইকেট হারায় আফগানরা। এ ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি। শেষ দিকে রশিদ খান ১৬ বলে ১ চার ও ৫ ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেললেও সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

আফগানদের আটকে দেওয়ার পথে ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন রউফ। এছাড়া মুকিম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের (৩৬ বলে ৩ চার ও ৩ ছক্কায়) অপরাজিত ইনিংসটি খেলেছেন সালমান আলী আগা। এছাড়া শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ ১১ বলে ২১ ও ফাহিম আশরাফ ৫ বলে ১৪ রান করেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার একই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।

Link copied!