বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জি ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ‘ফ্লিপকার্ট’ এর জন্য বিগ বিলিয়ন ডে সেলের বিজ্ঞাপনের জেরেই আইনি জটিলতায় জড়িয়েছেন অমিতাভ। এমনকি অভিনেতার বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ দায়ের করেছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। তারা ১০ লাখ রুপি জরিমানাও চেয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে জরিমানা পরিশোধ করতে হবে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’ এর পক্ষ থেকে ‘সেন্ট্রাল কনসিউমার প্রোটেকশন অথরিটি’তে বিজ্ঞাপনটিকে পুরোপুরি বিভ্রান্তিকর অভিযোগ এনে তা তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। সংগঠনটির দাবি, এতে দেশের খুচরা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।
যদিও জরিমানার বিষয়ে এখন পর্যন্ত কোনোরকম মুখ খোলেননি অমিতাভ বচ্চন।