• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:১৩ পিএম
অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা হাসপাতালে ভর্তি

মন ভালো নেই দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতার বাবা রাধা গোবিন্দ চৌধুরী।

শুধু তা-ই নয়, কয়েক দিন ধরেই অচেতন তিনি। বাবার অসুস্থতার খবর জানিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই।
সামাজিক মাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে স্মৃতিচারণা করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ‘মনপুরা’র সোনাই। সেখানে বাবার অসুস্থতার কথা জানিয়ে এই অভিনেতা লেখেন, “কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়। আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক।”

এই অভিনেতা আরও যোগ করেন, “বাবা মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই...।” 

এদিকে বুধবার (১৪ ডিসেম্বর) কলকাতা যাওয়ার কথা ছিল চঞ্চল চৌধুরীর। কারণ, ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো তার অভিনীত আলোচিত সিনেমা ‘হাওয়া’। এ উপলক্ষে কলকাতায় বুধবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে অভিনেতার উপস্থিত থাকার কথা থাকলেও থাকতে পারেননি।  

সমুদ্রের পানির সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্পে নির্মাণ হয়েছে ‘হাওয়া’। ২৯ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এটি নির্মাণের পাশাপাশি কাহিনি এবং সংলাপ লিখেছেন মেজবাউর রহমান সুমন।  

সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

Link copied!