হলিউডের ‘ইভিল ডেড’ সিরিজের নতুন ছবি ‘ইভিল ডেড রাইজ’ শুক্রবার (২১ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। লি ক্রনিন পরিচালিত এই অতিপ্রাকৃত ভৌতিক সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।
হরর সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় এক নাম ‘ইভিল ডেড’। এই ট্রিলজির প্রথম সিনেমাটি বহু আগেই পেয়েছে ক্লাসিকের মর্যাদা। অতিরিক্ত ভায়োলেন্সের কারণে অবশ্য কিছু দেশে চলচ্চিত্রটি নিষিদ্ধ। তবে অনেকের মনে করেন এখন পর্যন্ত এটি সবচেয়ে উল্লেখযোগ্য হরর ছবিগুলোর একটি। পরিচালক স্যাম রেইমির অনবদ্য মাস্টারপিস হিসেবে গ্রাহ্য হয় এ সিনেমা। হরর এবং ব্ল্যাক কমেডি এ দুইয়ের অসাধারণ সংমিশ্রণ ঘটেছে সিনেমাটিতে।
‘ইভিল ডেড’ ট্রিলজির আছে শক্তিশালী একটি ফ্যানবেজ। ইতিহাসের সবচেয়ে বড় কাল্ট ফিল্মগুলোর তালিকা থেকে বাদ দেওয়া কঠিন হবে এটিকে। এছাড়া অনেক সমালোচকও মনে করেন, হরর সিনেমা জনরায় ‘ইভিল ডেড’ সবচেয়ে উল্লেখযোগ্য একটি নাম।

































