বছরের শেষ প্রান্তে এসে ভারতের বক্স অফিসে কার্যত একচ্ছত্র আধিপত্য তৈরি করেছে বলিউড স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকেই আয় ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। বিশেষ করে অক্ষয় খান্নার চমকপ্রদ এন্ট্রি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে।
গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ দ্বিতীয় শনিবারে সর্বোচ্চ আয় করে চমক দেখিয়েছে। প্রাথমিক হিসেবে, ছবিটির উদ্বোধনী দিনের আয় ছিল ২৮ কোটি টাকা। প্রথম সপ্তাহ শেষে বক্স অফিস সংগ্রহ দাঁড়ায় ২০৭.২৫ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহেও গতি কমেনি—শুক্রবার আয় হয় ৩২.৫ কোটি, আর শনিবার সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৪৪.৬ কোটি টাকায়। সব মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৮৩.৮১ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকদের মতে, দ্বিতীয় রোববারেই ছবিটি ৩০০ কোটির মাইলফলক ছুঁতে পারে।
তবে ভারতের অভ্যন্তরে এই সাফল্যের উল্টো চিত্র দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটির মুক্তি আটকে দেওয়া হয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘পাকিস্তান-বিরোধী বার্তা’ থাকার অভিযোগে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত—এই দেশগুলোতে ছবিটি প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব দেশের সেন্সর বোর্ড ছবিটির কনটেন্টকে রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে আপত্তি জানিয়েছে। অতীতেও এমন বিতর্কিত বা রাজনৈতিক প্রেক্ষাপটনির্ভর হিন্দি ছবি উপসাগরীয় অঞ্চলে মুক্তির ছাড়পত্র পায়নি। নির্মাতা পক্ষ শেষ পর্যন্ত চেষ্টা চালালেও কোনো দেশ থেকেই অনুমোদন আদায় করা সম্ভব হয়নি।
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, ‘ধুরন্ধর’ একটি স্পাই-অ্যাকশন থ্রিলার, যার গল্পের পটভূমি পাকিস্তানে। কাহিনির কেন্দ্রীয় চরিত্র হামজা আলি মাজারি—এক রহস্যময় ব্যক্তি, যিনি লিয়ারি এলাকার কুখ্যাত রহমান ডাকাতের গ্যাংয়ে গোপনে অনুপ্রবেশ করেন। রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন ও শিশু শিল্পী সারা অর্জুন।
দর্শকপ্রিয়তার পাশাপাশি ছবিটি সমালোচনাতেও রয়েছে। কেউ কেউ গল্প ও নির্মাণশৈলীর প্রশংসা করলেও, সমালোচকদের একাংশ ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। এই রিভিউ ঘিরে অনলাইনে তীব্র বিতর্ক তৈরি হলে ফিল্ম ক্রিটিক্স গিল্ড এক বিবৃতিতে সমালোচকদের বিরুদ্ধে হামলা, হয়রানি ও বিদ্বেষমূলক আচরণের নিন্দা জানায়।
সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত ‘ধুরন্ধর’-এ সংসদ ভবনে বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা এবং বিমান ছিনতাইয়ের মতো সংবেদনশীল ঘটনাও তুলে ধরা হয়েছে। শুরুতে অনেকে ধারণা করেছিলেন, ছবিটি মেজর মোহিত শর্মার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। তবে পরিচালক আদিত্য ধর সেই দাবি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

































