• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

হাদি একজন নন, হাদিরা হাজারে হাজার : ফারুকী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:১২ পিএম
হাদি একজন নন, হাদিরা হাজারে হাজার : ফারুকী

শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় যখন সারা দেশ ক্ষোভে উত্তাল, তখন ঘটনাটিকে ঘিরে কঠোর ভাষায় অবস্থান নিলেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ফারুকী এই ঘটনাকে চলমান ‘খুনের জুলাই’-এর অংশ হিসেবে উল্লেখ করে দেশবাসী ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফারুকী লেখেন, ‘জুলাই মাসে শত শত স্বাধীনতাকামী মানুষকে হত্যার পরও খুনিরা থেমে নেই। দেশ ছেড়ে পালিয়েও তারা হত্যার হুমকি দিচ্ছে এবং একের পর এক সহিংসতা চালিয়ে যাচ্ছে।’  তার ভাষায়, ‘এটা একটা চলমান খুনের জুলাই।’

এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আক্রমণ ও রেটোরিকের লড়াইকে তিনি ভয়ংকর বলে আখ্যা দেন। ফারুকীর সতর্কবার্তা, ‘আমাদের অনৈক্যই খুনিদের সবচেয়ে বড় শক্তি।’

এই প্রেক্ষাপটে তিনি সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার।

ফ্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়া তো দূরের কথা, কোনো অনুশোচনাও বোধ করেনি। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার—ফ্যাসিবাদীদের আর একচুলও ছাড় নয়।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিনয়ের সঙ্গে কড়া সতর্কবার্তা দিয়ে ফারুকী লেখেন, ‘আপনারা যদি কেবল নির্বাচনকেই পুলসিরাত মনে করেন, তাহলে মহা ভুল করবেন।

বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের দীর্ঘ পথ। বি ওয়াইজ। অ্যাক্ট রেসপনসিবলি। অ্যান্ড প্রটেক্ট দ্য ভেরি স্পিরিট অব জুলাই।’

পোস্টের শেষাংশে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির প্রতিও স্পষ্ট বার্তা দেন তিনি।

ফারুকীর ভাষায়, ‘জুলাই আমাদের চিরতরে বদলে দিয়েছে। বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন ব্যক্তি নন—হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।’

Link copied!