‘বিয়েতে খাট-সোফাও পাইনি’—অপুর ব্যক্তিজীবনের আক্ষেপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০২:৫৯ পিএম
‘বিয়েতে খাট-সোফাও পাইনি’—অপুর ব্যক্তিজীবনের আক্ষেপ

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপুর বিশ্বাস সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও নানান ইভেন্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার প্রথমবারের মতো তিনি যুক্ত হলেন একটি পরিচিত ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ব্যক্তিজীবনের এক অপ্রত্যাশিত অভিজ্ঞতা তুলে ধরে আলোচনায় আসেন তিনি।

অনুষ্ঠানে হাস্যরসের সুরেই অপু বিশ্বাস জানান, বেশিরভাগ মেয়েই বিয়ের সময় শ্বশুরবাড়ি বা বাবা-মায়ের কাছ থেকে নতুন সংসার সাজানোর জন্য খাট, আলমিরা, ড্রেসিং টেবিল কিংবা সোফাসেটের মতো ফার্নিচার পেয়ে থাকেন। কিন্তু তার বিয়েতে এমন কোনো উপহারই ছিল না।

অপুর ভাষায়, “ধর্ম-সংস্কৃতি যাই হোক, বিয়ের পরে মেয়েকে সংসার গোছানোর জন্য কিছু না কিছু দেওয়া হয়। পুরো ঘরটাই সাজিয়ে দেওয়া হয়। কিন্তু আমি তো মেয়ে—তারপরও আমি কিছুই পাইনি!”

এই কথাই তিনি খানিকটা আক্ষেপের সুরেই বললেও, উপস্থিত অনেকের কাছে তা বেশ চমকপ্রদ মনে হয়।

নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত অপু বিশ্বাস। তিনি বলেন, কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া তার ক্যারিয়ারে প্রথমবার, আর এই অভিজ্ঞতা তাকে অন্যরকম আনন্দ দিচ্ছে।

তার ভাষায়, “ফার্নিচার শুধু জিনিস নয়—এটা একটা ঐতিহ্য। এখন তো বিয়ের মৌসুম, অনেকেই নতুন সংসার সাজাতে আসবেন। হয়তো আমার কাছ থেকেও সাজেশন চাইবেন। এটা আমার জন্য বিশেষ অনুভূতি।”

অপুর ব্যক্তিজীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু, বিশেষ করে তার প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে অতীত সম্পর্ককে ঘিরে। এবারও বিয়ের সময়ের সেই অভিজ্ঞতা শেয়ার করায় নতুন করে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!