ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে চুপ অপু বিশ্বাস: বললেন, ‘বিতর্ক সৃষ্টি করার মতো কথা বলব না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:৫৬ এএম
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে চুপ অপু বিশ্বাস: বললেন, ‘বিতর্ক সৃষ্টি করার মতো কথা বলব না’

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের নতুন ছবি, পেশাগত জীবন ও সোশ্যাল মিডিয়ার নানা আলোচনার বিষয়ে কথা বলেন।

নায়িকা স্পষ্ট করে জানান, ব্যক্তিগত জীবন নিয়ে পেশাগত জায়গায় আলোচনা করতে রাজি নন। তিনি বলেন, “এমন কোনো কথা আমি বলতে চাই না যা বিতর্ক তৈরি করবে এবং আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে।”

নিজের সৌন্দর্যের রহস্য সম্পর্কে অপু বিশ্বাস জানান, “মানুষ ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি ভক্ত ও দর্শকদের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছি।”

এক সাংবাদিকের ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন, “আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক একচুয়ালি কেমন, এটা কি প্রশ্নের মধ্যে পড়ে?”

অপু বিশ্বাস আরও জানান, শাকিব খান তাকে ব্যক্তিগত জীবন পেশাগত জায়গায় না আনার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “ক্যামেরার সামনে গেলে আমি শুধু একজন অপু বিশ্বাস। আমার কাজকেই প্রেজেন্ট করতে হবে, ব্যক্তিগত জীবন নয়।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!