চুপিসাড়ে বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে জানেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৪:৩০ পিএম
চুপিসাড়ে বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে জানেন?

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে ঘিরে ফের জোরদার জল্পনা—তিনি নাকি গোপনে বিয়ে সারলেন বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। বিগত কয়েক সপ্তাহ ধরে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল; এবার সেই আলোচনা আরও তীব্র হয়েছে যখন কিছু অনলাইন সূত্র দাবি করেছে, কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে নাকি সম্পন্ন হয়েছে তাদের বিবাহ।

তবে এই দাবির কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি—না সামান্থা, না রাজ নিদিমরুর পক্ষ থেকে কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

সামান্থা ও রাজকে ঘিরে জল্পনা নতুন নয়। একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর ছড়ালেও কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। সোশ্যাল মিডিয়া ও ফ্যান সার্কেলে তাই কৌতূহল তুঙ্গে—এই সম্পর্ক কি সত্যিই পরিণতি পেল?

গুজব বলছে, সামান্থাকে দেখা গেছে লাল বেনারসি, সাবেকি সোনার গয়নাতে; রাজ পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা ও অফ-হোয়াইট নেহেরু কোট। তবে ছবির কোনও প্রমাণ বা অফিসিয়াল উৎস থেকে তথ্য না মেলায় বিষয়টি আপাতত ‘গসিপ’ হিসেবেই ধরা হচ্ছে।

২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা। কয়েক বছর পর সে সম্পর্ক ভাঙে। এরপর নাগাও নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

সামান্থা এখন নিজের ক্যারিয়ার, স্বাস্থ্য ও ব্যক্তিগত উন্নতির ওপর জোর দিচ্ছেন—এ কথা তিনি নিজেও একাধিকবার জানিয়েছেন।

‘উহ অন্তাভা’ গানের মাধ্যমে জাতীয় জনপ্রিয়তা পাওয়া সামান্থা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। বক্স অফিস টান, অভিনয়নৈপুণ্য এবং সোশ্যাল মিডিয়ায় বিপুল ফ্যানবেস তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে সবসময়ই।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!