অস্ট্রিয়ার জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার স্টেফানি পিপার নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর তার মরদেহ একটি সুটকেসের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। স্লোভেনিয়ার একটি বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া এই মরদেহ ঘিরে দেশটিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন।
পুলিশ নিশ্চিত করেছে—স্টেফানিকে শ্বাসরোধে হত্যা করেছে তারই প্রাক্তন প্রেমিক, এবং তিনি এ হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, হত্যার পর স্টেফানির দেহ একটি বড় সুটকেসে ভরে স্লোভেনিয়া সীমান্তের কাছের ঘন জঙ্গলে পুঁতে রাখা হয়। ঘটনায় সহায়তার অভিযোগে অভিযুক্ত যুবকের দুই ঘনিষ্ঠ আত্মীয়কেও আটক করা হয়েছে।
৩১ বছর বয়সী স্টেফানি পিপার মেকআপ, ফ্যাশন ও মিউজিক কনটেন্ট তৈরির কারণে সোশ্যাল মিডিয়ায় ছিলেন বেশ পরিচিত।
২৩ নভেম্বর রাতে একটি পার্টি থেকে বাসায় ফেরার পর এক বন্ধুকে তিনি মেসেজ করে নিরাপদে পৌঁছানোর কথা জানান। তবে কিছুক্ষণ পরই আরেকটি বার্তায় তিনি জানান—বাড়ির সিঁড়িঘরে সন্দেহজনক কারও উপস্থিতি টের পাচ্ছেন।
এর ঠিক পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পিপারের নিখোঁজ হওয়ার সময় তার ভবনে প্রাক্তন প্রেমিককে দেখা গেছে—এ দাবি করেছেন একাধিক প্রতিবেশী। সেই রাতেই তারা বাড়ির ভেতর থেকে উচ্চস্বরে ঝগড়ার শব্দও শুনেছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন।
ঘটনার কয়েকদিন পর স্লোভেনিয়া-অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে অভিযুক্ত যুবকের গাড়িতে আগুন লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। ওই ঘটনার সূত্র ধরেই পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তিনি স্টেফানিকে হত্যা করার কথা স্বীকার করেন।































