প্লট দুর্নীতি

শেখ হাসিনার পাঁচ, রেহানার সাত এবং টিউলিপের দুই বছর কারাদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১২:০৫ পিএম
শেখ হাসিনার পাঁচ, রেহানার সাত এবং টিউলিপের দুই বছর কারাদণ্ড

পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।  রায়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড, তার বোন শেখ রেহানাকে ৭ বছর কারাদণ্ড এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। এইকসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আজ এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া মামলার আরও ১৪ জন অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুই আসামি যুক্ত হয়ে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তারা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সদস্য ও কর্মকর্তা, এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

Link copied!