‘সালমানের খামার বাড়িতে ৩দিন থেকেছি, অভিজ্ঞতা অবিশ্বাস্য’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৭:০০ পিএম
‘সালমানের খামার বাড়িতে ৩দিন থেকেছি, অভিজ্ঞতা অবিশ্বাস্য’

বলিউডের ভাইজান সালমান খানের বাসা ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর সামনে প্রতিদিনই ভিড় জমায় অনুরাগীরা। তবে মুম্বইয়ের গ্যালাক্সির চেয়ে অনেক বেশি রহস্যময় ও আলোচিত সালমানের খামারবাড়ি। সেখানে কী হয়, তা নিয়ে কৌতূহল চরমে ভক্তদের। এবার সেই রহস্যের পর্দা তুললেন অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল।

‘বিগ বস ১৩’-এর সময় সালমান খানের সঙ্গে শেহনাজের পরিচয়, আর সেখান থেকেই শুরু তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। সালমানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে সুযোগ পান শেহনাজ, আর সেই সময়েই প্রথমবার পা রাখেন সালমানের খামারবাড়িতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ জানালেন, “আমরা ছবির শুটিংয়ের সময় সালমান স্যারের খামারবাড়িতে দুই–তিন দিন ছিলাম। সেখানকার অভিজ্ঞতা সত্যিই অবিশ্বাস্য। আমরা বাইকে আর এটিভি গাড়িতে করে ঘুরে বেড়াতাম, গাছ থেকে ফল তুলতাম—একদম গ্রাম্য জীবনের মতো।”

শেহনাজের চোখে, সালমান খান কেবল বড় তারকা নন, তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষও। তার ভাষায়, “স্যার খুবই দেশি মানুষ। সারাদিন মাঠে কৃষকের মতো কাজ করেন। এমনকি গাছের ফল নিজে তুলে খান।’’

অভিনেত্রীর আরও সংযোজন, “আমরা একসঙ্গে অনেক পার্টিও করেছি, কিন্তু সালমান স্যার কখনো সময় নষ্ট করেন না। সবসময় কাজ নিয়ে কথা বলেন—অ্যাকশন দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, ক্যামেরার সামনে কীভাবে আবেগ ফুটিয়ে তুলতে হয়, এসব শেখান আমাদের। অভিনয় আর সিনেমা নিয়ে ওনার জ্ঞান সত্যিই অপরিসীম।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!