• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পরাণের পর সিনেমা থেকে হারিয়ে গেলেন বিদ্যা সিনহা মিম?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:৪০ পিএম
পরাণের পর সিনেমা থেকে হারিয়ে গেলেন বিদ্যা সিনহা মিম?

দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিজের দাম্পত্য জীবন ও পেশাজীবন—দু’দিকেই সমান আলো ছড়াচ্ছেন। স্বামী সনি পোদ্দার–এর সঙ্গে সুখের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি। কিন্তু অনুরাগীরা বলছেন, এসব ছবিতে নয়, তারা অপেক্ষায় আছেন মিমের নতুন সিনেমার খবরের জন্য।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত “পরাণ” ছবিতে অনন্যা চরিত্রে অভিনয় করে সমালোচক ও দর্শক—দু’পক্ষেরই প্রশংসা কুড়িয়েছিলেন মিম। ‘পরাণ’-এর পর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’-এ দেখা গেলেও, সেই জাদুকরী উপস্থিতি যেন আর তেমনভাবে পাওয়া যায়নি বড়পর্দায়।

তবে এই নীরবতা যে ইচ্ছাকৃত, সেটিই জানালেন অভিনেত্রী। মিম বলেন, “আমি ইচ্ছে করলেই পরাণের পর ১০–১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। কিন্তু মানের দিক থেকে সেগুলো ততটা ভালো হতো না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। ভালো কিছু হলে সবাই জানবেন।”

নিম্নমানের সিনেমার চেয়ে গুণগত কাজের অপেক্ষা করাই শ্রেয়, এমনটিই মনে করেন মিম। তার ভাষায়,

“সিনেমার ক্ষেত্রে তো সব কিছু আমার মনমতো হতে হবে। তবেই আমি করব। দর্শকদের প্রত্যাশা নষ্ট করার কোনো মানে নেই।”

জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রায় অর্ধডজন সিনেমার চিত্রনাট্য হাতে পেয়েছেন মিম। এর বেশ কয়েকটির গল্পই তাঁর পছন্দ হয়েছে। বর্তমানে কয়েকজন নির্মাতার সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সব কিছু ঠিকঠাক হলে শিগগিরই ঘোষণা আসবে নতুন সিনেমার।

চলচ্চিত্রের বাইরে মিম এখনো দেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন মডেল। একাধিক নামী ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে নিয়মিত বিজ্ঞাপনের কাজ করছেন তিনি। নভেম্বরের শুরুতে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের শুটিংয়ের জন্য মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে তার।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!