কলকাতার বড়বাজার এলাকা থেকে ব্যাগ ও স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালিউডের অভিনেত্রী রূপা দত্ত। চুরির ঘটনায় এটি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়—এর আগেও অনুরূপ অপরাধে তাকে আটক করেছিল পুলিশ। তবে এবারও তাকে নিয়ে আলোচনায় এসেছে আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার নাম, যা তাকে অস্বস্তিতে ফেলেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর বড়বাজারের এক নারীর ব্যাগ হারানোর অভিযোগ পায় পুলিশ। ওই ব্যাগে ছিল প্রায় ২০ গ্রাম সোনা—যার মধ্যে একটি মঙ্গলসূত্র, বৈষ্ণোদেবী লকেট, সোনার চেইন, দুটি ব্রেসলেট এবং প্রায় ৪ হাজার রুপি নগদ টাকা। তদন্তে বেরিয়ে আসে, ব্যাগটি চুরি করেছেন অভিনেত্রী রূপা দত্ত। পরবর্তীতে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
চুরির ঘটনায় ধরা পড়া এটি রূপার দ্বিতীয় ঘটনা। প্রথমবার আটক হওয়ার পরও তিনি ফের একই অপরাধে জড়ালেন বলে জানাচ্ছে পুলিশ সূত্র।
তবে ঘটনাটিতে অঙ্কুশ হাজরার নাম ফের আলোচনায় আসে, কারণ সংবাদমাধ্যমে বারবার তাকে “অঙ্কুশের নায়িকা” বা “‘কেল্লাফতে’ ছবির নায়িকা” হিসেবে পরিচয় দেওয়া হয়।
এ প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে অঙ্কুশ বলেন, “যখনই ওর নাম আসে, আমার নামটাও জড়িয়ে যায়। মনে হয় যেন আমি ওকে তৈরি করেছি! কিন্তু ও যা করছে, সেটা ওর ব্যক্তিগত বিষয়—আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও যোগ করেন, “আমি বুঝি কেন এমনটা হয়—মানুষ যেন চিনতে পারে, সে কারণেই সাংবাদিকরা হয়তো ‘অঙ্কুশের ছবির নায়িকা’ লিখে দেন। কিন্তু এটা আমার জন্য মোটেও আনন্দের নয়।”
রূপা দত্ত একসময় অভিনয়জগতে নিয়মিত মুখ হলেও পরবর্তীতে নানা বিতর্কে জড়িয়ে ধীরে ধীরে পর্দার আড়ালে চলে যান। সাম্প্রতিক এই ঘটনায় ফের তিনি শিরোনামে এলেন, তবে অভিনয়ের জন্য নয়—আইনভঙ্গের অভিযোগে।



































