• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সব জমা আছে প্রতিশোধের খাতায় : অরুণা বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৬:৩২ পিএম
সব জমা আছে প্রতিশোধের খাতায় : অরুণা বিশ্বাস
অরুণা বিশ্বাস

ছাত্র আন্দোলন চলাকালীন যে কয়েকজন অভিনয়শিল্পী ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম অরুণা বিশ্বাস। আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর স্ক্রিনশট প্রকাশ্যে এলে অভিনেত্রীকে নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। সেই গ্রুপের কথোপকথনের এক পর্যায়ে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি।  

৫ আগস্ট সরকার পতনের পরই দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমান অরুণা বিশ্বাস।

দেশের বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন সরব, বিভিন্ন ইস্যুতে প্রকাশ করেন নিজের মন্তব্য।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) এক পোস্টে তিনি লিখেছেন, ‘সব জমা আছে প্রতিশোধের খাতায়, আর ভুল হবে না।’ 

অভিনেত্রীর ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সময় বহমান হলেও অতীত কখনোই অকৃতজ্ঞ ও বেঈমানকে ক্ষমা করে না।’ 

সেই পোস্টের কিছুক্ষণ পর তিনি আরো একটি পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন, ‘বিটিভি নিয়ে কি জ্বলাপোড়া শুরু হইছিল। কেন পোড়া বিটিভিতে আমরা গেলাম? আরে তোরা তো সব সুন্দর ধ্বংস করার জন্য, পোড়ানোর জন্য জন্মাইছিস! আর আমরা জন্মাইছি সৃষ্টি করার জন্য। ওরাই ঈদের অনুষ্ঠানের নামে সব টাকা নিয়া আসছে। তখন লজ্জাও লাগে নাই, ঘেন্নাও লাগে নাই।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!