• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কনসার্ট থেকে ৮০টি মোবাইল ফোন চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৪:৪৭ পিএম
কনসার্ট থেকে ৮০টি মোবাইল ফোন চুরি

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) রাতে মুম্বাইয়ের বান্দ্রায় জনপ্রিয় স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। পুলিশ জানিয়েছে, ওই কনসার্টে প্রায় ৮০টিরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে। যারা বাজার মূল্য প্রায় ২৪ লাখ রুপি। মুম্বাইয়ের কুরলা কমপ্লেক্সের এমএমআরডিএ মাঠে এ ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনসার্টে ২৫ হাজারের বেশি দর্শক উপস্থিতি ছিল। যার মধ্যে বহু বলিউড তারকারাও ছিলেন। স্প্যানিশ গায়ক এনরিকের সুরের তালে মেতে উঠেছিল তারা। তখনই সুযোগ বুঝে ভিড়ের মধ্যে থেকে ৮০টির মতো ফোন নিয়ে উধাও হয়ে যায় চোরচক্রটি।

পুলিশ ইতিমধ্যে সাতটি পৃথক মামলা দায়ের করেছে। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বাইয়ের বিকেসি থানা পুলিশ। চুরির প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা রুজু করেছি। সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভাব হয়নি।’ 

কনসার্টে বিদ্যা বালান, মালাইকা অরোরা, রাকুল প্রীত সিং, জ্যাকি ভগনানি, রুবিনা ডিলাইক, অভিনব শুক্লা, মেইয়াং চ্যাং এবং রাহুল বৈদ্যের মতো তারকারা উপস্থিত ছিলেন।

এনরিক প্রায় ৯০ মিনিটের বেশি সময় পারফর্ম করেন। কালো পোশাক ও ট্রেডমার্ক ক্যাপ পরে মঞ্চে ওঠেন তিনি। মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে বলেন, ‘নমস্কার, মুম্বই! হাত তুলুন!’ গান শেষে তিনি বলেন, ‘২০০৪ সালে আমি প্রথম এখানে এসেছিলাম। আবারও এসেছি। অনেক ভালো লাগছে।’ 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!