• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা বিদেশে যেতে পারবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:২৬ পিএম
নির্বাচন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা বিদেশে যেতে পারবেন না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘একান্ত প্রয়োজন ছাড়া’ কোনো সরকারি কর্মকর্তা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার (১ নভেম্বর) এক পরিপত্রের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের স্মারক অনুযায়ী ভ্রমণ সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, ওই নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে না।

পরিপত্রে বলা হয়, অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, আবার একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একযোগে বিদেশে যাচ্ছেন। এসব প্রস্তাব নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা আগের নির্দেশনার পরিপন্থী।

এ অবস্থায়, পরিপত্রে বলা হয়, “ইতিপূর্বে জারিকৃত সকল বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনাসমূহ কঠোরভাবে প্রতিপালন করতে হবে। এখন থেকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ব্যতীত কোনো বিদেশ ভ্রমণ পরিহার করার জন্য অনুরোধ করা হলো।”

নির্বাচন ঘনিয়ে আসায় প্রশাসনে অপ্রয়োজনীয় বিদেশ সফর, ব্যয় ও দায়িত্বশূন্যতা এড়াতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় মনে করছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এখন সম্পূর্ণ মনোযোগ দিতে হবে নির্বাচনকালীন দায়িত্ব ও প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!