• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিল কিনা সন্দেহ আছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৭:১৮ পিএম
‘সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিল কিনা সন্দেহ আছে’

মৃত্যুর ২৯ বছর পরও ঢালিউডে যাকে নিয়ে আলোচনার অন্ত নেই, তিনি সালমান শাহ। তার অকাল মৃত্যু মেনে নিতে পারেনি কেউ। প্রায় তিন দশক পর তার অপমৃত্যুর মামলা স্থানান্তরিত হয়েছে হত্যা মামলায়। এরপর থেকেই সরগরম নেট দুনিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগ করছেন অভিনেতার ভক্ত ও শোবিজ তারকারা। এদিকে আজ শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী প্রসূন আজাদ মন্তব্য করেছেন, সত‍্যিকার অর্থে সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিল কিনা তার সন্দেহ আছে। 

অভিনেত্রীর কথায়, ‘আমার ধারণা সালমান প্রচণ্ড ডিপ্রেশনে (মানসিক অসুস্থতা) ভুগছিলেন। সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব ছিল।

কিন্তু সত‍্যিকার অর্থে তাকে কেউ কখনো ভালোবেসেছিল কিনা আমার সন্দেহ আছে। কারণ স্টারদের স্টারডম সবাই ভালোবাসে। তার একাকিত্ব তাতে কমে না।’ 

সেই পোস্টে সালমানের মা ও স্ত্রীকে অভিযোগের কাঠগড়ায় তুলেছেন প্রসূন।

অভিনেতাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসেননি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘তার (সালমান শাহ) মা (নীলা চৌধুরী) কিংবা বউ (সামিরা হক) কেউ আদৌ নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়াতে চেয়েছিল কিনা সন্দেহ। সফলতার চরমতম স্বাদ পাওয়ার পর তারা সব ছেড়ে চলে যায়। যারা অভিমানী।’

Link copied!