• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপু আমাকে বাদ দেয়নি, আমি নিজেই তাকে বাদ দিয়েছি : গৌতম সাহা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৩:১৯ পিএম
অপু আমাকে বাদ দেয়নি, আমি নিজেই তাকে বাদ দিয়েছি : গৌতম সাহা

ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা ও ঢালিউড তারকা অপু বিশ্বাস—একসময় ছিলেন পরস্পরের ঘনিষ্ঠ সহযোগী। ফটোশুট, ফ্যাশন শো ও বিজ্ঞাপনের কাজ—সব জায়গাতেই দেখা যেত এই জুটিকে। তবে বেশ কিছুদিন ধরেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না।

সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে গৌতম সাহা স্পষ্ট করলেন সেই কারণ। তিনি বলেন, “অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না। কারণ আমি অপুর সঙ্গে রাগ করেছি। অনেকে ভাবছেন, অপু আমাকে বাদ দিয়েছে, কিন্তু সেটা সত্যি নয়। আমি নিজেই তাকে বাদ দিয়েছি।”

তবে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বন্ধুত্ব এখনো অটুট বলে জানান গৌতম। তার ভাষায়, “আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, শুধু কিছু মনোমালিন্য আছে। বিশেষ দিনগুলোতে আমরা এখনো একে অপরকে শুভেচ্ছা জানাই।”

অভিজ্ঞ এই কোরিওগ্রাফার জানান, তিনি শুধু অপুর মতো তারকার সঙ্গেই নন, নতুন শিল্পীদের সঙ্গেও সমানভাবে কাজ করেন।

“অনেকে মনে করেন আমি শুধু অপু, বুবলী বা প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজ করি, কিন্তু তা ঠিক নয়। আমি সবার সঙ্গেই কাজ করি,” — বলেন তিনি।

ভবিষ্যতে অপু বিশ্বাসের সঙ্গে আবারও কাজ করার সম্ভাবনা প্রসঙ্গে গৌতমের বক্তব্য, “এখন রাগের কারণে কাজ করছি না। ভবিষ্যতে হয়তো করব, হয়তো না—সময়ই বলে দেবে।”

উল্লেখ্য, গৌতম সাহা দীর্ঘদিন ধরে ফ্যাশন, পোশাক ও মেকআপ কোরিওগ্রাফিতে যুক্ত। অপু ও বুবলীর পাশাপাশি তিনি দীঘি, বারিশ, মিমসহ বহু তারকার সঙ্গে কাজ করেছেন। তার হাতে তৈরি অনেক ফটো ও ভিডিও প্রজেক্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!